চট্টগ্রামে ওয়াগনের সংঙ্গে লরির সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৪:০৮ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে গ্যাস বহনকারী লরির সংঘর্ষে  এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর ইয়াসিন উল্লাহ বলেন, নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষ হয়। তখন লরিটি উল্টে একটি মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হন। ওয়াগনটি ডিপো থেকে তেল ভর্তি করে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, তেলবাহী ওয়াগন রেলওয়ে ইয়ার্ডে যাওয়ার সময় ক্রসিং এলাকায় একটি লরির সঙ্গে সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।