ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রী আহত

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ২০:১০ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী,(কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃষ্টি দেখে গাছের শুকনা ডাল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম
দেলোয়ার হোসেন জুয়েল(৩৮)।

সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতি গ্রামের ঘন আমবাড়ি এলাকার জাবেদ আলী মন্ডলের পুত্র। বজ্রপাতে সাথে থাকা তার স্ত্রী মারাত্মক ভাবে আহত হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে বৃষ্টি দেখে গাছের শুকনো ডাল (রান্নার খড়ি) বাড়ির পাশের জমি থেকে স্বামী -স্ত্রী মিলে আনতে যান। এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটে।

বজ্রপাতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হয়। এদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে তার পিতা জাবেদ আলী ষ্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। 

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, স্বামী -স্ত্রী দুজনের উপরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্ত্রী আহত হলেও স্বামী মারা গেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি জানা নাই। তবে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কিছু করার থাকে না।