সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে ৩ মহল্লায় সংঘর্ষ আটক ৭
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ২০:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকার ৩টি মহল্লায় ব্যাপক সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে নারীসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে।আহতদের মধ্যে ১০জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে কয়েকদিন ধরে একডালা পূর্ণবাসন ও একডালা (গাঁজার মোড়) মহল্লার মধ্যে সংঘর্ষ হচ্ছে। বৃহস্প্রতিবার রাতে চককোবদাসপাড়া (এন্ডাপাড়া) মহল্লা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ (৩) মহল্লার সংঘর্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষকারীরা বাড়িঘর, দোকানপাট ভাংচুর লুটপাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৭জনকে আটক করে। আবারো সংঘর্ষের আশংকায় ওই ৩ মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।