ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে চিকিৎসাসেবা পেল তিন হাজার মানুষ 

শ্রীপুরে চিকিৎসাসেবা পেল তিন হাজার মানুষ 

গাজীপুরের শ্রীপুরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন তিন হাজার মানুষ। শনিবার (১০ জুন) দিনব্যাপী সামছুল হক বিএসসি কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে উপজেলার মাওনা উত্তরপাড়া সরকার বাড়ি এলাকায় নাক-কান-গলা, শিশু, গাইনী, চক্ষু, দন্ত, মেডিসিন, অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের বারোজন চিকিৎসক নিয়োজিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. মো. কফিল উদ্দিন, ডা. জান্নাতুল নাঈম ইমন, ডা. ইফ্ফাত বিনতে আরিফ (জুই), সামছুল হক বিএসসি কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সুমন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

শ্রীপুর,বিনামূল্য,চিকিৎসাসেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত