আশুলিয়ায় অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১৮:১৪ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ার কোনাপাড়া টেংগুরি দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মজিবুর রহমানের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বিকেএসপির সামনে এলাকাবাসির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মাদ্রাসাটির সিনিয়র সহ-সভাপতি সুমন মন্ডল বলেন, বর্তমান অধ্যক্ষ দাবীদার মজিবুর রহমান নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ নন। অনিয়ম করে, গায়ের জোড়ে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি পদ দখল করে বসে আছেন। তিনি মাদ্রাসার আয় ব্যয়ের কোন হিসাব দেননা। মাদ্রাসার জন্য আসা যাকাত ও অনুদানের টাকা আত্মসাৎ করে এখন তিনি কয়েকটি বাড়িসহ কোটি টাকার মালিক।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে স্থানীয়দের সহায়তায় প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে মজিবুর রহমান হাফেজ হিসেবে এখানে যোগদান করে। যোগদান করার পর থেকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা সকল অধ্যক্ষকে ষড়যন্ত্র করে হটিয়ে অবশেষে তিনি নিজেই সেই পদ দখল করেছেন। অবিলম্বে তার অপসারণ দাবী করা হয় মানববন্ধন থেকে।