‘শেওলা স্থলবন্দর’ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী 

প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:৪৫ | অনলাইন সংস্করণ

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নবনির্মিত ‘শেওলা স্থলবন্দর’ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। গত বুধবার (৭ জুন) এই স্থলবন্দর উদ্বোধন করেন তিনি। 

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর (গ্রেড- ১) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, সিলেট- ৬ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, সিলেট জেলার জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব‍্য রাখেন মোঃ সারোয়ার আলম, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট- ১। অনুষ্ঠান সঞ্চালনা করেন একান্ত সচিব মোঃ কবির খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের হাত ধরে ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় ২৪টি স্থলবন্দর প্রতিষ্ঠা লাভ করে। এ সকল স্থলবন্দরের মধ্যে ইতোমধ্যে ১৪টি স্থলবন্দরের উন্নয়ন সম্পন্ন করে অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ‘শেওলা স্থলবন্দর’ একটি। 

অনুষ্ঠানে শেওলা স্থলবন্দর এর ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শিত হয়।