ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভটভটি-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জে ভটভটি-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ব্রিজ এলাকায় ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মুকুল হোসেন (৫৫) নিহত হয়েছে। সে ওই উপজেলার সেনগাঁতী গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সন্ধার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা ধানগড়া ব্রিজ পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মুকুল ও মিজানুর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুকুুলকে মমৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

রায়গঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত