ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ৮ চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার তিন

মানিকগঞ্জে ৮ চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার তিন

মানিকগঞ্জে অভিযান চালিয়ে আটটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের নজরুল হোসেনের ছেলে মো. আলী হোসেন, চরগড়পাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে মো. রানা ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মধুখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মামুন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, প্রতিদিন রাতে নিয়মিত চেকপোস্টে সন্দেহজনকভাবে আলী নামের একজনকে চেক করা হয়। তার কাছে তালা ভাঙার কার্টার যন্ত্র দেখে তাকে পুলিশী হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানান, তিনি চুরির সঙ্গে জড়িত। তার দেওয়া তথ্য অনুযায়ী আরো দুইজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রানার কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মামুনের গ্যারেজ থেকে পাঁচটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার, ওসি (তদন্ত) কহিনুর ইসলাম, এসআই টুটুল উদ্দিন প্রমুখ।

মানিকগঞ্জ,অটোরিক্সা,চোরচক্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত