ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে প্রাণীসম্পদ দপ্তরের ছাগল বিতরণ

ভূরুঙ্গামারীতে প্রাণীসম্পদ দপ্তরের ছাগল বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জুন) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ‍্যোগে উক্ত প্রকল্পের আওতায় ৪৭ জন সুফল ভোগীদের মাঝে প্রত‍্যেককে ২ টি করে ছাগল ও একটি করে ছাগল থাকার ঘর দেয়া হয়।

উপজেলা প্রাণীসম্পদ কার্য‍ালয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তারের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মো: আপেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম‍্যান (পুরুষ) জালাল উদ্দিন মন্ডল প্রমুখ।

চরাঞ্চলের সুফল ভোগীদের মধ্যে শিলখুড়ী ইউনিয়নের আল্পনা বেগম বলেন, স্যাররা আমাদের প্রশিক্ষণ দিয়েছে। আাশা করি ছাগল পালনে কোনো অসুবিধা হবে না।

প্রাণীসম্পদ,প্রকল্প,ছাগল,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত