ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষকদের কর্মবিরতি, কাউখালীতে মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিক পরিক্ষা বন্ধ

শিক্ষকদের কর্মবিরতি, কাউখালীতে মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিক পরিক্ষা বন্ধ

কাউখালীতে মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিক পরিক্ষা বন্ধ রয়েছে। একই সাথে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির ষান্মাসিক মূল্যায়নও অনুষ্ঠিত হয়নি। বেসরকারি শিক্ষকদের সরকারিকরণ, পুর্নাঙ্গ বোনাস ও শিক্ষাখাতে বেশি বরাদ্দের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি রোববার (১১ জুন) থেকে ৩ দিনব্যাপি কর্মবিরতি শুরু করেছে।

১ম দিন রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক কিরন রায়সহ বিভিন্ন শিক্ষক নেতারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাবীর সমর্থনে গণসংযোগ করেন।

উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২টি সরকারি বিদ্যালয় ব্যতিত অন্য ১৬ টি বিদ্যালয়ে ৮ম থেকে ১০ম শ্রেনি পর্যন্ত অর্ধবার্ষিক পরিক্ষা এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির ষান্মাসিক মূল্যায়নও অনুষ্ঠিত হয়নি।

শিক্ষক নেতা গৌতম দাস জানান, কেন্দ্রীয় কর্মসূচি দেশব্যাপী সকল উপজেলা শিক্ষক সমিতি পালন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বলেন, শিক্ষকদের কর্মবিরতির বিষয় মৌখিকভাবে শুনেছেন। অফিসিয়াল কোন কিছুই তিনি জানেন না। ছাত্র-ছাত্রীরা কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে সকলের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষক,সমিতি,কর্মবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত