নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজ সাংহাই- ৮ এর ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন ৫ শ্রমিকের মধ্যে হুমায়ন কবির (৫৪), রুবেল (৩৮) ও সোহেল (৩৮) নামে আরো ৩ শ্রমিক মারা গেছেন। এনিয়ে নিহতের সংখ্যা দাড়ালো ৪ জনে।
শনিবার রাতে ও রোববার সকালে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইমতিয়াজ নামে আরো ১ শ্রমিক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
জানা যায়, গত ৪ জুন শনিবার রাত ২ টার দিকে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে তেলবাহী লাইটার জাহাজ সাংহাই-৮ এর ট্যাংকার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে মোঃ রুবেল, সোহেল, ইমতিয়াজ, তাইজুল ইসলাম লিমন ও হুমায়ুন কবির নামে ৫ শ্রমিককে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে দগ্ধ হুমায়ুন কবির, রাত ১ টার দিকে রুবেল ও রোববার সকালে সোহেল মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ ও রুবেলের শরীরের ৪৫ শতাংশ ও সোহেলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে তাইজুল ইসলাম লিমন নামে ১ শ্রমিক চিকিৎসাধীন অবস্থার মারা গেছেন। হাসপাতালে ভর্তি ইমতিয়াজের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। উল্লেখ্য, গত ৫ মাস পূর্বে একই জাহাজে তেলের ট্যাংকার বিস্ফোরণে নুরুজ্জামান নামে ১ শ্রমিক মারা গিয়েছিলেন।
ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে এপর্যন্ত ৪ জন শ্রমিক মারা গেছেন। তবে এ ঘটনায় কেউ এখনো মামলা দায়ের করেননি।