ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তাঁতিদের মাঝে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জে তাঁতিদের মাঝে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জে তাঁতিদের মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে শহরের মালশাপাড়া মহল্লায় বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে ৫টি তাঁতি সমিতির মাঝে এ সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ। তিনি বলেন, তাঁতীদের সকল সুযোগ-সুবিধা দিতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। আমরা তাঁত বোর্ডের পক্ষ থেকে তাঁতীদের উন্নয়নের জন্য শুল্ক মুক্ত সুতা ও কেমিক্যাল বিতরণ করছি। তাঁতীদের তাঁতে বিভিন্ন ডিজাইন এনে দিচ্ছি এবং পণ্য বাজারজাত করণের জন্য তাঁত মেলাসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপন ও রপ্তানির সুযোগ তৈরি করা হচ্ছে। তাঁতীদের আরো সুযোগ-সুবিধা দিয়ে তাদের উন্নয়ন করা হবে।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ইউসুব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁত বোর্ডের উপ-সচিব আবু মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক সুকুমার চন্দ্র সাহা, মহা-পরিচালক কামনাশীষ দাস, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, তাঁত বোর্ডের সভাপতি মনোয়ার হোসেন, শুল্ক ও কর কর্মকর্তা রোজিনা সুলতানাসহ বিভিন্ন তাঁত সমিতির সদস্যরা।

এদিকে, বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা।

তাঁতি,সুতা,কেমিক্যাল,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত