ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দুই দফা সংঘর্ষ, ভোটগ্রহণ চলছে

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দুই দফা সংঘর্ষ, ভোটগ্রহণ চলছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া নোয়াপাড়া কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যতীত অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। তবে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

সোমবার (১২ জুন) দুপুর ১২টায় মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী মামুন অর রশিদ জানান, আমি কেন্দ্রে গিয়ে আমার এজেন্টসহ অন্য প্রার্থীর কোন এজেন্ট দেখতে পাইনি। এর মধ্যে তাদের কাছে জানতে চাইলে আমার এজেন্টসহ অন্য এজেন্টরা জানান তাদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর লোকজন।একই সাথে নাগেরচর কেন্দ্রে দুই দফা সংঘর্ষ হয় নৌকার মেয়র প্রার্থী সুন্দর আলীর লোকজন ও জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমানের লোকজনদের।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ নৌকার পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করার খবরে সেখানে হাবিবুরের লোকজন জড়ো হয়। পরে দু দফা তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৪জন আহত হবার খবর পাওয়া যায়।

হাবিবুর রহমান অভিযোগ করেন, সেখানে নৌকার পক্ষে ছাত্রলীগের শরীফ কেন্দ্র দখল করতে গেলে আমাদের লোকজন বাধা দেয়। পরে তাদের উপর দুই দফায় হামলা চালানো হয়।

এখন আবারো দেশীয় অস্ত্রসহ তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।এর কিছুক্ষণ পরেই তুমুল বৃষ্টির মধ্যেই স্বপ্নডানা মহিলা কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূইয়া (সদর) ও জাহাঙ্গীর আলমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার ৫৪নং কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯নং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩নং ঝাউগড়া সরকারি বিদ্যালয়, নাগের চর মাদরাসা, কৃষ্ণপুরের এনআইবি স্বপ্নডানা একাডেমি, ৮৩নং মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ ও ৬২নং আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে ৭২টি ভোট কক্ষে আড়াইহাজার পৌরসভার মোট ২৪হাজার ৪৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।এর মধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৪৮জন ও নারী ভোটার ১২হাজার ৪১৭জন।

আড়াইহাজার পৌর এলাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪নং কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯নং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে প্রথম ইভিএমএ ভোট প্রদান করায় কিছুটা সময় বেশি দিচ্ছেন ভোটাররা।

এদিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের সাথে কথা হলে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য ১১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও প্রশাসনের সদস্যরা কাজ করছেন।

আড়ইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তারা প্রত্যেকেই আওয়ামী নেতা। এরমধ্যে মো: সুন্দর আলী নৌকা, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ, মামুন অর রশিদ মোবাইল ও হাবিবুর রহমান জগ প্রতীকে নির্বাচন করবেন। ৩ সংরক্ষিত আসনে ১০ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৪৬৫।

নারায়ণগঞ্জ,নির্বাচন,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত