পাবনার সাঁথিয়ায় শেষ হল ৩ দিন ব্যাপী উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ইং। সোমবার বিকেলে আধুনিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: জামাল উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনর সভাপতিত্বে এ সময় সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোহেল রানা খোকন, মহিলা ভাইচ চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আ’লীগ সভাপতি হাসান আলী খাঁন, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন। (১০ জুন) শনিবার তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি।