সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
তারা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলাপাড়া গ্রামের করিমের স্ত্রী পারুল (৫৩) ও একই এলাকার খাসুরিয়া গ্রামের সাত্তারের স্ত্রী আমেনা খাতুন (৫১)। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় ৯৭৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।