ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদকসহ দুই নারী ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে মাদকসহ দুই নারী ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

তারা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলাপাড়া গ্রামের করিমের স্ত্রী পারুল (৫৩) ও একই এলাকার খাসুরিয়া গ্রামের সাত্তারের স্ত্রী আমেনা খাতুন (৫১)। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র‌্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় ৯৭৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত