টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি, বেসরকারি বৈষম্য দূরিকরণ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (১৩ জুন) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, উপদেষ্টা মীর মো: আশরাফ হোসেন, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি বুলবুলি বেগম, সাধারণ সম্পাদক জনাব মীর মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। ২০২৩-২০২৪অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই আমাদের ন্যায্য দাবি মানতে হবে। অন্যথায় আগামী (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।