ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক রোহিঙ্গার

চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক রোহিঙ্গার

কক্সবাজার-টেকনাফের মহাসড়কে ইজিবাইক (টমটম) থেকে ছিটকে পড়ে মো.আলী আহমেদ (২২) নামে এক রোহিঙ্গা যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমেদ টেকনাফের ২৬নম্বর ক্যাম্প শালবাগান ব্লক: এইচ/১০এর বেলাল আহমেদের ছেলে। এবিষয়টি নিশ্চিত করেছেন ২৬নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম। শাল বাগান ক্যাম্প-২৬এর কমিউনিটি নেতা বজলুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফ ক্যাম্প ২৬শালবাগান এর এইচ/১০ব্লকের আলী আহমেদ (২২) নামের একজন রোহিঙ্গা হ্নীলা বাজারে ইজিবাইক করে যাওয়ার পথে আলীখালী নামক স্থানে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে আশেপাশে লোকজন উক্ত রোহিঙ্গাকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুল হালিম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত রোহিঙ্গা যুবককের বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

কক্সবাজার,মহাসড়ক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত