সিরাজগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর আলোকিদয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন শেখ (৩০), হরিনা গোপাল গ্রামের কফিল উদ্দিনের ছেলে লিটন শেখ (৩২) ও বাগবাটি গ্রামের মৃত গেদা হালদারের ছেলে শ্রী সুভাল হালদার (৪০)।
সদর থানার ওসি মো: হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।