ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ-উল-আযহার ভোগান্তি নিরসনে মানিকগঞ্জ জেলা পুলিশের প্রস্তুতি সভা

ঈদ-উল-আযহার ভোগান্তি নিরসনে মানিকগঞ্জ জেলা পুলিশের প্রস্তুতি সভা

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সড়ক, নৌ-পথের যানজট নিরসন, যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি নিরসনে মানিকগঞ্জ জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শিবালয় থানা প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি নিরসনে মানিকগঞ্জ জেলা পুলিশ শতভাগ সচেষ্ট থাকবে।

ঈদে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা প্রদান এবং পশু চুরি ও ডাকাতির মত অনাকাক্সিক্ষত ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে তিনি উপস্থিত সকলকে সতর্কতামূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেইসাথে উপস্থিত সকল ইউনিটকে জেলা পুলিশের সাথে একযোগে কাজ করার আহবান জানান।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনূর আলম, বিআইডব্লিউ টিসি, হাইওয়ে পুলিশ, নৌ- পুলিশ ও ফায়ারসার্ভিসের বিভিন্ন কর্মকর্তাসহ লঞ্চ মালিক সমিতি,পরিবহন মালিক সমিতি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসন্ন,পবিত্র,ঈদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত