ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কিশোরগঞ্জ জেলা শাখা।মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

সমাবেশে শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ৬মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবি তুলে ধরেন। শতভাগ ঈদ বোনাস, সরকারী কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা এবং ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দিলে আগামী (১১ জুলাই) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আফাজুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীরের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক,শিক্ষা,জাতীয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত