ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিদ্যুৎ কর্মকর্তার উপর হামলা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা  

সিরাজগঞ্জে বিদ্যুৎ কর্মকর্তার উপর হামলা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা  

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা ও মারপিটের ঘটনায় বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জিকেএস হাসপাতালে গত তিন মাসে ৪৪ হাজার ২৫৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া বিল আদায় করতে সোমবার ওই জোনাল অফিসের এজিএম রাব্বুল হাসানের নেতৃত্বে একটি টিম ওই হাসপাতালে যান।

এ সময় হাসপাতালের প্রতিষ্ঠাতা খন্দকার সেলিম জাহাঙ্গীর বিদ্যুৎ বিল পরিশোধ করতে ২ ঘণ্টা সময় নেন। এ সময়ের পর বিলের কথা বলায় তিনি এ বিল প্রদানে অস্বীকৃতি জানান। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললে তিনি ও তার ছেলে শাফি জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে বিলের রশিদসহ অন্যান্য কাগজপত্র কেড়ে নেয়। এ পরিস্থিতিতে সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলে টেকনিশিয়ান নাজেদ আলী, লাইন শ্রমিক মিজানুর রহমানের কাছ থেকে ফোল্ডিং হটিষ্টিক ছিনিয়ে নেয়া হয়।

সেলিম জাহাঙ্গীর ও তার ভাই খন্দকার সাইফুল ইসলামসহ ৫ জন তাদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গ্রাহকের জমাকৃত বকেয়া বিলের ২ লাখ টাকা, ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন, বৈদ্যুতিক কাজে ব্যবহ্নত মালামালা ছিনিয়ে নেয়া হয়েছে। এ হামলায় বাধা দিতে গিয়ে এজিএম রাব্বুল হাসান, মিটার রিডার মোস্তফা কামাল, টেকনিশিয়ান নাজেদ আলী আহত হন।

তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎবিল পরিশোধ থাকা সত্বেও সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করার সময় বাঁধা দিলে ২ পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জিকেএস হাসপাতালের প্রতিষ্ঠাতা খন্দকার সেলিম জাহাঙ্গীর দাবী করেন।

সিরাজগঞ্জ,কর্মকর্তা,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত