ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে টিভি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জে টিভি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলার (হাজীনগর) বউবাজার এলাকায় টিভি বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ গৃহকর্তা নজরুল ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। একই ঘটনায় গৃহকর্তা নজরুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩৫) ও তার মেয়ে নাদিয়া (১৩) এখনো চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

বাড়িওয়ালা জজ মিয়া জানান, শনিবার (১০ জুন) ভোররাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা (হাজীনগর) বউবাজার এলাকায় তার ভাড়াটিয়া বাড়িতে টিভি বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনায় গৃহকর্তা নজরুল ইসলাম, তার স্ত্রী রোকসানা বেগম ও তাদের মেয়ে নাদিয়া দগ্ধ হন।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে গৃহকর্তা নজরুল ইসলাম বুধবার সকালে মারা যান। নজরুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম ও মেয়ে নাদিয়া এখনো চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ,চিকিৎসা,সার্জারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত