ক্যাম্পে সরবরাহের আগে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১০:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-৩ এর সি-৩৬ ব্লকের রশিদ উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক(৩০) ও ক্যাম্প-৪ এর সি-২ ব্লকের আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(২০)
বুধবার (১৪ জুন) বিকেলে কোর্টবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী। একইদিন সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন," গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে বুধবার বিকেলে কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ চেষ্টার পর কোর্টবাজার স্টেশনে অবস্থান করা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দুজনেই রোহিঙ্গা বলে জানা যায়। তারা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহ করতো বলে জানায়।"
গ্রেফতার আসামি ও জব্দকৃত অস্ত্র সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।