ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

পাবনায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

পাবনায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল আলিম মোল্লা (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আলিম উক্ত গ্রামের মৃত জনাব আলীর ছেলে। পুলিশ ভাতিজা তানজিল হোসেনকে আটক করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি আম গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ১০টা দিকে চাচা আব্দুল আলিম ঐ গাছ থেকে আম পাড়তে যায়। এসময় আম পাড়তে নিষেধ করলে দুই পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে ভাতিজা তানজিল চাচা আলিমকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত ওসি কুপা সিন্দু বালা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল হালিম মোল্লার ছেলে তানজিল হোসেনকে আটক করেছে। নিহত আব্দুল আলিম একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ছুরিকাঘাত,নিহত,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত