ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তৌহিদ (১৭), মো. মেহেরব (১৮), মো. আসিব (১৬) ও সিএনজি চালক বাবলু (৩৫) নামে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ভাঙ্গুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ মাইটা পুল সংলগ্নে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর দেরটার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন পরীক্ষা শেষ করে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা করলেপল্লী বিদ্যুৎ মাইটা পুলের সামনে সিএনজি চালক ভাঙ্গুড়ার উদ্দেশ্যে গাড়ি ঘোরানোর সময় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং বাকি দুইজন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র ।
স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাৎক্ষণিক দুইজনকে পাবনা সদর হাসপাতাল ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ঘটনাটি সিএনজি চালকের অসচেতনার কারণে ঘটেছে।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো: কৌশিক বলেন, বর্তমানে মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ও দুইজনের রগ কেটে গিয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই হাফিজুর রহমানকে পাঠানো হয়েছে।