সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ 

প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- সিরাজগঞ্জ শহরের ফজল খাঁন রোডের রিপন সেখের স্ত্রী জলি আক্তার (২৫) ও তার ছেলে নিহাল (০৭) এবং উল্লাপাড়া উপজেলার জগীশ গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী চাঁন বানু (৫০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায় সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মা-ছেলে নিহত হয় এবং অপর নারী হাসপাতালে মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।