ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মৃত্যু 

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মৃত্যু 

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানি নাদিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০ টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ী ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২ টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামীর মৃত্যু হয়। আমি আমার স্বামীর উপর হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি চাই।

এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে হামলায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পাঁচটি টিম মাঠে কাজ করছে।

জামালপুর,সন্ত্রাসী,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত