ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার উদ্যোগে তৃণমুল পর্যায়ে খেলাকে প্রসারিত করা হচ্ছে: এমপি কমল

শেখ হাসিনার উদ্যোগে তৃণমুল পর্যায়ে খেলাকে প্রসারিত করা হচ্ছে: এমপি কমল

কক্সবাজারের রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। উদ্বোধন দিনের তিন খেলায় খুনিয়াপালং, গর্জনিয়া, ঈদগড় ইউনিয়ন ফুটবল দল জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে বেলুন উড়িয়ে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৭ এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, সারা বাংলাদেশের ফুটবলকে বিকশিত করতে, ক্রীড়াকে সকলের মাঝে ছড়িয়ে দিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তৃণমুল পর্যায়ে খেলাকে প্রসারিত করা হচ্ছে। তিনি বলেন, শুধু ফুটবল নয়, যেকোন ক্রীড়াকে স্বাগত জানাতে হবে। বলি খেলা আমাদের ঐতিহ্য। কিন্তু বলি খেলা নামে জুয়া খেলাকে আমরা সমর্থন করি না। দাঁড়িয়াবান্দা, হাডুডু, কাবাডি খেলা আমাদের প্রাচীন ঐতিহ্য। পুরনো এ খেলার প্রচলন বৃদ্ধি করতে হবে।

বঙ্গবন্ধু প্রথম শ্রেণির ফুটবলার ছিলেন উল্লেখ করে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুটবল প্রেম ও অবদানকে স্মরণ করেই, সারাদেশের ন্যায় আজকে রামুতেও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আকিনূর জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন 'বাফুফে' সদস্য বিজন বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, উপেজলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রথম খেলায় খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে রশিদ নগর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। দুপুর দেড়টায় দ্বিতীয় খেলায় গর্জনিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২-১ গোলে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে এবং বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত তৃতীয় খেলায় ঈদগড় ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে রাজারকুল ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। খেলা পরিচালনায় রেফারি ও সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন, মিল্টন দত্ত, ওমর ফারুক মাসুম, কামরুল হাসান সোহেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ টুর্ণামেন্ট পরিচালনা করে, রামু উপজেলা ক্রীড়া সংস্থা।

কক্সবাজার,ফুটবল,বঙ্গবন্ধু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত