ময়মনসিংহে আইনজীবীকে মারধর, অতিরিক্ত ডিআইজিকে বরখাস্তের দাবিতে সংবাদ সম্মেলন 

প্রকাশ : ১৫ জুন ২০২৩, ২০:৩০ | অনলাইন সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে একটি মামলার শুনানি করতে গিয়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ‍্যাডভোকেট আশিকুর রহমানকে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে জেলা আইনজীবী সমিতি। বিষয়টি সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলেও। 

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরের কক্ষে এই ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি।

এই সংবাদ সম্মেলণে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক এনামুল কবীরকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। 

এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও জানান, জেলা আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমান গত বুধবার দুপুরে এক অভিযোগের শুনানির জন্য অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরের কক্ষে যান। শুনানীর এক পর্যায়ে অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর আশিকুর রহমানকে চর থাপ্পড় মারেন এবং পরবর্তীতে রড দিয়ে বেধড়ক মারধর করেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এইচএম খালেকুজ্জামান, এমদাদুল হক মিল্লাত, নজরুল ইসলাম চুন্নু সহ শতাধিক আইনজীবী। 

এর আগে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

ওই সভায় বর্বর এই ঘটনার নিন্দা জানিয়ে কঠোর শাস্তি দাবি করেন। 

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে এ ঘটনায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য বলেন, সে যে কাজ করেছে তা একান্তই তার ব্যক্তিগত দায়। তবে আমরা অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব।