পটিয়ায় কলেজ ছাত্র খুনের ঘটনায় জড়িত প্রধান আসামী টিংকু গ্রেপ্তার
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১৫:৪২ | অনলাইন সংস্করণ
পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কিশোর গ্যাংয়ের হাতে কলেজ ছাত্র শাহেদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি মো: সোলায়মান টিংকু (২৮) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র্যাব-৭। (১৫ জুন) বৃহস্প্রতিবার আসামি মো: সোলায়মান টিংকু দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, কলেজ ছাত্র শাহেদুল ইসলামকে খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোলায়মান টিংকুকে গত বুধবার (১৪ জুন) সকালে নগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৭। এরপর তাকে বুধবার সন্ধ্যায় পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
‘বৃহস্পতিবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদের আদালতে ১৬৪ ধারায় খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন সোলায়মান টিংকু। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’ এ মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন রাতে ছনহরা-আশিয়া ইউনিয়নের সংযোগস্থল বাথুয়া ব্রীজের নিচে শাহেদুল ইসলামের লাশ পাওয়া যায়। পুলিশ শাহেদুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পরদিনই নিহতের মা বেবী আকতার বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।