ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশে এক কোটি ৩০ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত 

দেশে এক কোটি ৩০ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত 

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেছেন, বর্তমানে দেশে ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে। আবার ২৬ ভাগ মানুষ জানেই না তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন। আমাদের দেশে মানুষের হাত-পা ও শারীরিক মুভমেন্ট কম হওয়া এবং খাদ্যাভ্যাসের কারণে দিনদিন ডায়াবেটিস আক্রান্তের হার বেড়ে চলেছে।

বৃহস্প্রতিবার (১৫ জুন) বিকেলে ফেনী ডায়াবেটিস হাসপাতালে টাইপ-১ কর্ণার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, অনেক শিশুর জন্মের পরপরই ডায়াবেটিস শনাক্ত হচ্ছে। যাকে আমরা টাইপ-১ বলে থাকি। যেই পরিবারে একজন মানুষ টাইপ-১ এ আক্রান্ত সেই পরিবার জানেন এর বিড়ম্বনা কত বেশি। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনমতো হাঁটাচলা ও নিয়মমতো খাদ্য গ্রহণে সবাইকে অভ্যস্ত হতে হবে।

ফেনী ডায়াবেটিস সমিতির সভাপতি আ ক ম শাহেদ রেজা শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জামাল উদ্দিন আহাম্মদ, বারডেম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, বারডেম অ্যান্ড নভো-নরডিস্ক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার রাজর্ষী দে সরকার।

ফেনী ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিস -২ এর রোগীদের চিকিৎসায় দেশে পর্যাপ্ত হাসপাতাল ও চিকিৎসার ব্যবস্থা থাকলেও টাইপ-১ এর রোগীদের চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল। দেশজুড়ে জেলা পর্যায়ে উদ্বোধন হওয়া ৭তম এ কর্ণারে এখন থেকে ফেনী ও আশপাশের এলাকায় আক্রান্তরা এ রোগের চিকিৎসা পাবেন।

ডায়াবেটিস,আক্রান্ত,মানুষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত