কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে লিটন পাল (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।
মহেশখালী থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত লিটন পাল মহেশখালী পৌরসভার পাল পাড়ার অমল পালের পুত্র এবং চকরিয়ার খুটাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
এ ঘটনায় আহতেরা হলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত (৩৪) কুুতুবজোম এলাকার আয়ুব (৫০), পৌরসভার জালাল (৫৫) ও মোরশেদ (২০)।
স্থানীয়দের বরাতে মহেশখালী থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রণব চৌধুরী বলেন, গোরকঘাটা-জনতাবাজার সড়কেরউত্তর নলবিলার চালিয়াতলী শশ্মান সংলগ্ন সড়কে বদরখালী থেকে মহেশখালীগামী অটোরিকশা ও বদরখালীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান শিক্ষক লিটন। এ ঘটনায় চারজন মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত জানান, দ্রুতগামী মাইক্রোবাসটি আমাদের সিএনজিচালিত অটোরিকশার উপর চাপিয়ে দিয়েছে। আমি মাথা ও পায়ে আঘাত পেয়েছি। আমার পাশেই বসা ছিল শিক্ষক লিটন। তার মৃত্যু হয়েছে।