ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি স্বর্ণ সহ চারজন গ্রেফতার

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি স্বর্ণ সহ চারজন গ্রেফতার

চট্টগ্রামে শাহ আমানত সেতুর কাছে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দশ কেজি সোনাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকালে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন চেকপোস্টে বাস থেকে সোনা সহ তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় বাসটি।

আটককৃতরা কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। গ্রেপ্তার চারজন হলেন- নারায়ন ধর (৩৮) ও তার স্ত্রী জুলি ধর (৩৫) এবং অলক ধর (২৩) ও গীতা ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে সবাই একই এলাকার বাসিন্দা। এর মধ্যে এক দম্পতিও আছেন। সোনা গলিয়ে টুকরো ও দন্ডাকৃতির করে তারা সেগুলো হেফাজতে রেখেছিলেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মারশা পরিবহনের একটি বাসে চার যাত্রীর ব্যাগে তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করা হয়।

টুকরো-দন্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন প্রায় দশ কেজি। তবে এসব সোনা হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। সোনা চালানের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

চট্টগ্রাম,তল্লাশি,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত