ফেনীতে কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্রেফতার ৪

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৬:০৬ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি কালে ফেনীতে একটি কিশোর গ্যাংয়ের প্রধান ও তার তিন সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে কতিপয় কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফেনী মডেল থানার রামপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গ্যাংয়ের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে নুরু (১৪)গ্যাংয়ের প্রধানসহ  চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার অন্য তিনজনের বয়স ১৫-১৬ বছর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করে বলে জানিয়েছে র‌্যাব। র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রতিবেদক কে বলেন, কিশোরদের এ দল সাধারণত ফেনী শহর এলাকায় স্থানীয় ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, মাদক সেবন, চাঁদাবাজি, এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আসামিদের ফেনী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।