ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিল্লুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত-আবুল কাশেম মল্লিকের ছেলে।

র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মো: আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মো: মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় শনিবার গভীর রাতে উল্লেখিত স্থানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ১৯ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বঙ্গবন্ধু,সেতু,পশ্চিমপাড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত