সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির শ্লোগান দেয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আপত্তিকর শ্লোগান দেন তিনি। এ অভিযোগে ওইদিন গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন এবং বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে রাশেদুল হাসান রঞ্জন শ্লোগান দিয়েছেন, এ লড়াই হাসিনা মারার লড়াই এ লড়াই আওয়ামীলীগ মারার লড়াই। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ধরণের শ্লোগানের মাধ্যমে নেত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে।