চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ব্ববিদ্যালয়ে (সিভাসু) ‘গবেষণা ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে সিভাসু’র শিক্ষকদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
রোববার সিভাসু অডিটোরিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: আবু তাহের। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীন আক্তার। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো: আবু তাহের বলেন, গবেষণা নিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কৌশলগত পরিকল্পনা থাকতে হবে। প্রতি অর্থবছরে কি কি ধরনের গবেষণা করা উচিত, কতগুলো গবেষণাপত্র প্রকাশ করতে হবে, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের কীভাবে গবেষণা কর্মকাণ্ড সম্পৃক্ত করা যায়, গবেষণালব্ধ ফলাফল আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বা পেটেন্টযোগ্য হলে কি ধরণের প্রণোদনা দেয়া হবে ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট কর্মপন্থা থাকতে হবে।
আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ, সাইটেশন, চাকরির বাজারে গ্র্যাজুয়েটদের খ্যাতি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র্যাংকিংয়ে জায়গা করে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে নীড-বেইস্ড, ইনোভেটিভ গবেষণা কর্মকাণ্ড
পরিচালনা করার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘গবেষণা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো: আবু তাহের।