ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন

সাভারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন

সাভারে শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় উন্নয়নের রোল মডেল। সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে। পরে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পরিত্যক্ত জমিতে ফলদ বাগান উদ্বোধন করেন।সাভার উপজেলার প্রায় এক লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর প্রস্তুতি নিয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

সাভার,শিশু,ভিটামিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত