ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পূর্বধলায় দূর্বৃত্তের বিষে মরে গেছে ২০লাখ টাকার মাছ

পূর্বধলায় দূর্বৃত্তের বিষে মরে গেছে ২০লাখ টাকার মাছ

নেত্রকোনার পূর্বধলায় বিষ প্রয়োগ করে ‘ভাই-বোন মৎস্য ফিসারিজ’ নামের একটি খামারের ২০লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। খামারের মালিক সাইফুল ইসলাম খান রোববার (১৮ জুন) বিকেলে সাংবাদিকদের এই বিষয়টি অবহিত করেন।

সাইফুল ইসলাম খান বলেন, আমি আগিয়া ইউনিয়নের টিকুরিয়া এলাকায় প্রায় সাড়ে তিন একর জায়গা লিজ নিয়ে ফিশারি প্রতিষ্ঠা এবং ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে রুই, কাতলা, মৃগেল, বাউশ, সিলভার কার্প, শিং- মাগুরসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ করি। মাছগুলো বড় হয়েছে এবং বিক্রয়ের প্রস্তুতি চলছিল।

শনিবার (১৭ জুন) দুপুরে ফিসারিতে একটি নীল রঙের পলিথিন ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পলিথিনটি উদ্ধার করা এতে এক কেজি পরিমাণের বিষাক্ত ট্যাবলেট পাওয়া যায়। এই বিষের ফলে খামারের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে গেছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা,বিষ,অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত