নৌকা না পেয়ে গামছার প্রার্থী হলেন মিজান

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ২০:৫৯ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়নে  নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০নং বড়চওনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন মিজানুর রহমান। তিনি দলীয় মনোনয়নে নৌকা প্রতীক না পেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মনোনয়ন নিয়েছেন। 

জানা যায়, বড়চওনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মিজানুর রহমান বিএ। দলীয় মনোনয়ন না পেয়ে যোগাযোগ করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে। নির্বাচন করার ইচ্ছা পূরণ হয় তার। তিনি গামছা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়ে রোববার মনোনয়ন পত্র জমা দেন। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মিজানুর রহমান জানান,  মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল কৃষক শ্রমিক জনতা লীগ। সেই দলের গামছা প্রতীকে ভোট করব। বাকী সব অতিত। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছে। অন্যদিকে তাকে গামছা প্রতীক দেয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কৃতজ্ঞতা জানান।