রংপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:৫৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট (রপই) সেমিনার আয়োজন করে।

রোববার (১৮ জুন) দুপুরে রপই সভাকক্ষের সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর এর পরিচালক খন্দকার মোঃ নাহিদ হাসান, সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রপই এর অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ ও চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) আসাদুজ্জামান, সঞ্চালনা করেন রপই এর উপাধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলাম। সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আরিফিনা বেগম, ইন্সট্রাক্টর (নন-টেক) মহাদেব কুমার প্রমূখ। 

এই সেমিনারে বিভিন্ন বেসরকারী পলিটেকনিকের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রী প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। বিকেলে কারিগরি মেলায় অংশকারীদের মধ্যে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শেষ হয় ।