ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে ডিআইজি পরিচয় প্রতারণা, গ্রেফতার ২

সাভারে ডিআইজি পরিচয় প্রতারণা, গ্রেফতার ২

পুলিশের ডিআইজি ও তাঁর পিএস পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের প্রধান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। তাদের কাছ থেকে সাংবাদিকের ভুয়া পরিচয় পত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ থানার নগর ভেলা গ্রামের খোরশেদ আলমের ছেলে দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) এবং তার সহযোগী একই জেলার হানিফ সরকারের ছেলে হৃদয় আহমেদ (৩০)।

সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল দ্বীন ইসলাম ওরফে শাওন। বিভিন্ন সময় নিজেকে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিচয় দিত। এই পরিচয় প্রতিষ্ঠিত করতে নিজের মোবাইল নাম্বরটি ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি নাম্বরে ফরওয়ার্ড করে রাখে। এভাবে বিভিন্ন ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের কাছে ডিআইজি পরিচয় দিয়ে আর্থিক সুবিধাও আদায় করত।

(১৫ জুন) সকালে সাভার থানাস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ডিআইজি পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিলে বিষয়টি সাভার মডেল থানার মাধ্যমে অবগত হয় পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষ।

পরে ঢাকা রেঞ্জ ডিআইজির দেহরক্ষী সোহানুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় (মামলা নং-৬৬) দায়ের করলে এই প্রতারক ও তার এক সহযোগী হৃদয়কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে।

ডিআইজি,প্রতারণা,গ্রেপতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত