গোপালগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে সেমিনার

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  গোপালগঞ্জ  প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ গোপালগঞ্জের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেনঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ। সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতিকুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মোঃ খালিদ হোসেন সরদার, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ  দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই।  সেমিনারে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। 
গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন,দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমাজসেবা অধিদপ্তর গোপালগঞ্জে ৪টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এগুলো হলো কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, আমিন শীপ, প্রফেসিয়েণসি ইণ ইংলিশ কমিউনিকেশন। এখান থেকে   প্রায় ৫ হাজার  ২ শ' মানুষ  প্রশিক্ষণ গ্রহণ করেছে।  দক্ষতা উন্নয়নে সেমিনারে অংশগ্রহণকারীরা যেসব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তা দক্ষ জনশক্তি গড়ে তুলতে  সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।