কাউখালীতে নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় সেবা দানকারীদের সাথে কর্মশালা

প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৩:০৮ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় সেবা দানকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের অধিকার সম্পন্ন নাগরিক এবং মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে নারী পক্ষ কাজ করে আসছে। নারী পক্ষ নারীদের সমমর্যদা অর্জনের জন্য সুনির্দিষ্ট ভিন্নমুখী কর্মসূচি গ্রহণ করে নারীদের প্রতি সহিংসতা রোধ, নারীর সমঅধিকার নিশ্চিতকরণ, নারী নির্যাতন বিষয়ক গবেষণা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, নারী-পুরুষ বৈষম্য দূর করা, উত্যক্তকরণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ নানামুখী কর্মসূচি পালন করছে নারী পক্ষ। 

এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ জন) উপজেলা হলরুমে সেবা প্রদানকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডি ডি এস ফাউন্ডেশন এর  চেয়ারম্যান তীর্থ সারথী শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। এসময়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দীপ্ত কুন্ডু, অফিসার ইনচার্জ জাকারিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, শিক্ষক নেতা সুব্রত রায়, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাংস্কৃতিক কর্মী মাস্টার লিটন কৃষ্ণ কর প্রমূখ।