ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে ৯শ’ ৫২ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম।

বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষের খাদ্যের কোন অভাব হবে না। আল্লাহর রহমতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে পর্যাপ্ত খাদ্য আছে। আপনাদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী চাল উপহার পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

বিতরণকালে ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, ইউপি সচিব মোশারফ হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মোহাম্মদ হোসেন, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, মানিক সরকার, কাজল বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিজিএফ,চাল,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত