ঢাকার সাভারে একটি স্কুলের টিনের ছাদের উপর থাকা প্যানির ট্যাংক ভেঙে পড়েছে। এ ঘটনায় ওই স্কুলের অধ্যক্ষ খোরশেদ আলম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সাভারের বাড্ডা ভাটাপাড়া এলাকার সাভার ইউনাইটেড স্কুলে এমন ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, সাভার ইউনাইটেড স্কুল কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণভাবে টিনসেড ছাদে বড় একটি প্যানির ট্যাংক বসায়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ক্লাস শুরুর প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ টিনের ছাদ ভেঙে প্যানির ট্যাংক স্কুলের অধ্যক্ষ খোরশেদ আলমের উপর পড়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হন।
পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র সিআরপি’তে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুলের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে টিনের ছাদ ভেঙে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেয়ালে ফাটল ফাটল ধরায় এখন চরম আতঙ্কে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা।