সিরাজগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার খান লিটন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ ও যুবলীগের যুগ্ম আহবায়ক সঞ্জয় সাহা প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি বিরাজ করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতা থাকলে দেশে জঙ্গী-সন্ত্রাস বেড়ে যায়।

বিএনপি দেশে সন্ত্রাস-নৈরাজ্যসহ বিশৃংখলা সৃষ্টির জন্যই সিরাজগঞ্জের সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করেছে। শেখ হাসিনার কিছু হলে যুবলীগ ঘরে বসে থাকবে না। যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। এখনো ঐক্যবদ্ধ রয়েছে।

আগামী নির্বাচনে যুবলীগ ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে চতুর্থবারের মতো জনগনের সমর্থন নিয়ে আওয়ামীলীগকে ক্ষমতা আনতে মাঠ পর্যায়ে কাজ করবে। সমাবেশ শেষে নবগঠিত ৪১ সদস্য বিশিস্ট যুবলীগের আহবায়ক কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়। এরআগে ১৩ জুন জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।