ব্যবসায়ীরা অনেক লোভী, অল্প লাভে মন ভরে না, সাড়ে তিন হাত নয়, তাদের কবরের জন্য মনে হয় ২০ একর জমি লাগবে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজের হলরুমে চলমান বোরো সংগ্রহ ২০২৩ উপলক্ষ্যে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে কাজ করে যাচ্ছে সরকার। কোরবানি ঈদ উপলক্ষে ভারতীয় গরু আমদানি করা হবেনা, দেশের খামারিদের কথা ভেবে। কোরবানির জন্য চাহিদার চেয়েও বেশি গরু দেশে আছে বলেও জানান মন্ত্রী।
এর আগে, খাদ্যমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে। তাকে গার্ড অব অনার দেয়ার পর ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকসহ জেলা কৃষি ও খাদ্য বিভাগের জেলার সকল কর্মকর্তারা।