ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার

জেলার রাণীশংকৈল উপজেলার নিয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী।

বনবিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৮ জুন) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নিয়াপাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ি থেকে প্রাণিটিকে উদ্ধার করে বীরগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আব্দুল বারেক জানায় তার বাড়ির একটি ঘরে গত শনিবার (১৭ জুন) রাতে হঠাৎ করে বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে পাই। প্রথমে এটিকে মেছো বাঘ মনে করে আতংকে ছিলাম। পরদিন প্রাণীটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখি। পরে বনবিভাগের কর্মকর্তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন প্রাণিটিকে রাণীশংকৈল উপজেলা থেকে উদ্ধার করে সিংড়া ফরেষ্ট জাতীয় উদ্যাণে অবমুক্ত করা হয়। প্রাণীটিকে গন্ধগোকুল হিসাবে সনাক্ত করা হয়। মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এমদাদুল ইসলাম ভূট্টো

বিরল,প্রজাতি,গন্ধগোকুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত