সিরাজগঞ্জে পৃথক হত্যার ঘটনায় ৩ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক হত্যার ঘটনায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁতি গ্রামের সাদ্দাম হোসেন, নাটোরের ক্ষিরপোতা গ্রামের মাসুদ ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উলাহ এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাতি গ্রামের হাসান তালুকদারের প্রথমপক্ষের ছেলে মাসুদ ওরফে ন‚রনবী ও দ্বিতীয়পক্ষের সন্তান ভিকটিম শিউলি।
মাসুদকে সঠিকভাবে লালন-পালন না করায় বাবা ও সৎ বোনের ওপর তার ক্ষোভ ছিল। এদিকে শিউলিকে অন্যত্র বিয়ে দেয়ায় ক্ষুব্ধ ছিল তার প্রেমিক সাদ্দাম। এ অবস্থায় সাদ্দাম হোসেন ও মাসুদ শিউলিকে হত্যার পরিকল্পনা করে। এ পরিকল্পনার অংশ হিসেবে ২০১০ সালের ২০ নভেম্বর শিউলি বাবার বাড়িতে বেড়াতে এলে তাকে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরদিন পার্শ্ববর্তী রাজিবপুর বিল থেকে শিউলির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে হাসান তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক মঙ্গলবার এ রায় ঘোষনা করেন। অপরদিকে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সাহিদা খাতুন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শিশু সন্তানসহ গোপালপুর গ্রামের মনিরুলকে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ের পর থেকেই মনিরুল শাহিদার প্রথম পক্ষের ৭ বছরের শিশু শাহাদৎ হোসেনকে মেনে নিতে পারে না। এ অবস্থায় ২০১৯ সালের ১৯ মে বিকেলে মিষ্টি খাওয়ানোর কথা বলে ওই শিশুকে নিয়ে নিখোঁজ হয় মনিরুল।
এ নিখোঁজের ৬দিন পর শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর চরে অর্ধগলিত অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শাহিদা খাতুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে এবং শুনানি শেষে মঙ্গলবার বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।